খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে
  জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম
  উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম তিন দিনের রিমান্ডে

নগরীর বিভিন্ন স্থানে ভাসমান ও অবৈধ বাজার উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ (বুধবার) নগরীর বিভিন্ন স্থানে ভাসমান ও অবৈধ বাজার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। যত্রতত্র ভাসমান ও অবৈধ বাজারের কারণে জন ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় কেসিসি’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিবুল আলম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে নগরীর আইনজীবী সমিতির সম্মুখস্থ বার লাইব্রেরী সড়ক, হাজী মহসীন রোডস্থ টোলের মোড়, দোলখোলা মোড়, খান জাহান আলী রোডের অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারীদের উচ্ছেদ করা হয়। এ সময় সড়কের ওপর পণ্য রাখার অপরাধে খান জাহান আলী রোডের ব্যবসায়ী মেহেদী মোর্শেদ, মো: আলম ও আব্দুল জলিলকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা এবং একই অপরাধে দোলখোলা রোডের মুরগী ব্যবসায়ী মো: মনিরুল ইসলাম, আল মামুন ও মো: শাহিন মোল্লা’কে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

কেসিসি’র বাজার সুপার মোঃ আব্দুল মাজেদ মোল্লাসহ বাজার ও সম্পত্তি শাখার কর্মকর্তা-কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। জন ও যান চলাচলের সুবিধার্থে কেসিসি’র এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!