র্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল ও খুলনা জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সদর থানাধীন বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের সচেতনতা উপেক্ষা করে জনসমাগম করায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে বাংলাদেশ দঃ বিঃ আইন ১৮৬০ সালের ২৬৯ ধারা এবং ২০১৮ সালের রোগ সংক্রমণ নিরোধ আইন মোতাবেক মাস্ক পরিধান না করার অপরাধে ৫ জনকে ৩ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
শনিবার র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।