মহানগরের রূপসা কেসিসি বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি তদারকি টিম।
সোমবার (৭ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয় কর্তৃক এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বিক্রি করায় চার প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে মাইকিং, লিফলেট ও প্যামপ্লেট বিতরণ করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন খুলনা ৩ এপিবিএন ও ক্যাব প্রতিনিধি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ।
খুলনা গেজেট/ এস আই