নগরীতে “বার্ষিক কর্ম পরিকল্পনায় শিশু কেন্দ্রিক এবং প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি ঝুঁকি হ্রাস কর্ম পরিকল্পনা অন্তর্ভুক্তিকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা প্রদীপন এর উদ্যোগে বাস্তহারা মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেসিসির কঞ্জারভেন্সী অফিসার মোঃ আনিসুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন কেসিসির প্লানিং শাখার রেজবিনা খানম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর রাশিদুল ইসলাম রাশেদ। সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় এবং অস্ট্রেলিয়ান সরকার’র অর্থায়নে প্রদীপন কর্তৃক বাস্তবায়নাধীন “শিশু কেন্দ্রিক জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প” এর আওতায় কর্মশালাটি আয়োজন করা হয়।
কর্মশালায় প্রকল্প পরিচিতি, প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম, সেভ দ্য চিলড্রেন’র শিশুসুরক্ষা নীতিমালা, শিশু কেন্দ্রিক ও প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি ঝুঁকি হ্রাস কর্ম পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্তিকরণের সুপারিশ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন প্রদীপন’র প্রকল্প সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল্লাহ সায়ীদ। কর্মশালাটি পরিচালনায় সার্বিকভাবে দায়িত্ব পালন করেন প্রদীপন’র মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার বাবলা গোলদার, ফিল্ড মবিলাইজার মোঃ আরিফুর রহমান ও পিউ মন্ডল। সমাপনী বক্তৃতা করেন প্রশিক্ষণের সভাপতি বাস্তহারা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।
কর্মশালাতে আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, শিশু, যুব, প্রতিবন্ধী সদস্য, কমিউনিটি প্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধি।
কর্মশালায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারনে খুলনার ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলগুলো থেকে নগরীতে এসে বসবাস শুরু করছে এবং ফলশ্রুতিতে নগরে বসবাস দিনে দিনে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। তাই নগর জনগোষ্ঠীর ঝুঁকি নিরূপণ করে সেগুলো নিরসনের জন্য কাজ করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। দুর্যোগ ঝুঁকি নিরূপণের ক্ষেত্রে সবার আগে প্রতিবন্ধী এবং শিশুদের কথা চিন্তা করতে হবে। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।