নগরীতে ইয়াসিন (১৯) নামে এক যুবককে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ মে) রাত সোয়া ১০টার দিকে সোনাডাঙ্গা থানার নিউমার্কেট কাঁচাবাজারের পাশে প্রান্তিক মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত যুবক সোনাডাঙ্গা থানার মদিনা মসজিদ এলাকার হারুনর রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ইয়াসিন প্রান্তিক মার্কেটের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় ৬/৭ জন দুর্বৃত্ত ইয়াসিনের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে লাঠি দিয়ে এলোপাথাড়িভাবে পেটাতে থাকে।একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ইয়াসিনের মাথার পিছনের ডান দিকে কোপ দিয়ে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ইয়াসিন সার্জারী বিভাগে চিকিৎসাধীন আছে।
সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান, প্রেন্তিক মার্কেটের সামনে মানামরি হয়েছে। তবে এখনও পর্যন্ত তার কাছে কেউ অভিযোগ নিয়ে আসেনি। আসলে ব্যবস্থা ন্য়ো হবে। তাদের একটা মোবাইল টিম সেখানে পাঠিয়েছেন বলে তিনি জানান।