নগরীতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩৬ হাজার ৩৩৭ টাকাসহ ৩৩ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ মার্চ) রাত সাড়ে নয়টায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম তাদের আটক করে।
খুলনা সদরের ২৮ নং ওয়ার্ডের মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ রোডের ওবায়দুল্লাহ আজাদ এর তিনতলা বাড়ীর দ্বিতীয় তলার রুমের মধ্যে থেকে জুয়াড়ীদের আটক করা হয়।
আটক জুয়াড়ীরা হচ্ছে ওবায়দুল্লাহ আজাদ(৫৫), মোঃ হাবিব(৫৭), মোঃ হারুন হাওলাদার(২৮), মোঃ মুরাদ শেখ(৫৬), মোঃ আবু হানিফ জুয়েল(৩৫), মোঃ মজিবুর রহমান(৫০), মোঃ বাদশা শেখ(৪৫), মোঃ কালা চাঁদ ফকির(৪৫), মোঃ মোস্তাকিন গাজী(২০), মোঃ মোশারেফ শিকদার(৫৭), মোঃ ইলিয়াস শেখ(৩৫), মোঃ নজরুল ইসলাম(৫২), মোঃ আনোয়ার হোসেন(৪৫), মোঃ শাহ আলম শেখ(৪৭), মোঃ কামরুজ্জামান(৪৮), মোঃ মাসুদ হোসেন রানা(৩৬), মোঃ আবু সাদেক(৪৩), মোঃ আলমগীর হোসেন(৫২), মোঃ রবিউল সরদার(৩৪), মোঃ ইলিয়াস শেখ(৫০), মোঃ লোকমান ওরফে আশিক(৪৩), পঙ্কজ বাইন(৪০), মোঃ সিরাজ সরদার(৪৭), মোঃ হালিম ফকির(৪৮), তপন কুমার শীল(৪০), মোঃ রেজাউল করিম(৫২), মোঃ মিজানুর রহমান(৪৩), মোঃ আল আমিন হোসেন(৩০), তৌহিদুল আলম(৫৮), মোঃ ফারুক হোসেন সাচু(৬৭), মোঃ মহিউদ্দিন সরদার(৬৪), খান গিয়াস উদ্দিন আহম্মেদ(৫০) ও নারায়ণ বনিক(৭০)।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম তাস দুই’শ চল্লিশ সেট ও নগদ ৩৬,৩৬ হাজার ৩৩৭ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে খুলনা থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই