যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের মডেল কলেজ রোডে সামান্য বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়, সড়কের বেহাল অবস্থার কারণে যাতায়াত ও পণ্য পরিবহনে ভোগান্তি পোহাতে হয় পথচারীদের।
শুক্রবার (১১ জুন) সেখানে গিয়ে দেখা যায়, বৃষ্টিতে রাস্তার উপরে হাঁটু পানি। জলাবদ্ধতায় সড়কটিতে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দর ফলে যানবাহন সহ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ।
পথচারীদের অভিযোগ পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে বর্ষা মৌসুমে তাদের সামান্য বৃষ্টিতে এ ভোগান্তি পোহাতে হয়। অল্প পথ পাড়িদিতে ভ্যানে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
এলাকাবাসীর অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধিদের উদাসীনতায় প্রতি বছর বর্ষা মৌসুমে রাস্তাটা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি নিয়ে বহুবার স্থানীয় জনপ্রতিনিধিদের শরণাপন্ন হয়েও কোন সুফল মেলেনি। এসময় তারা সড়কটি চলাচলের উপযোগী করে তুলতে যথাযথ কতৃপক্ষের কাছে জোরদাবী জানায়।
এ বিষয়ে ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ বলেন, ইতিমধ্যে পানি নিষ্কাশনের জন্য সিআরডিপির প্রজেক্টর অনুমোদন হয়েছে, তবে দেশব্যাপী করোনা ভয়াল রুপ নেওয়ায় প্রজেক্টর কাজটি স্থগিত আছে।
খুলনা গেজেট/ এস আই