খুলনা, বাংলাদেশ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত পাঁচ বছরের শিশুর মৃত্যু
  চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত

নওয়াপাড়ায় বিধি নিষেধের তিন দিনে ২৫০ মোটরসাইকেল জব্দ

অভয়নগর প্রতিনিধি

করোনা সংক্রমণ ও ভারতীয় ভেরিয়েন্ট বিস্তার রোধে নওয়াপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে চলছে ৭ দিনের কঠোর বিধি-নিষেধ। অভয়নগর উপজেলা প্রশাসন, নওয়াপাড়া পৌর কর্তৃপক্ষ ও অভয়নগর থানা পুলিশ মাঠপর্যায়ে বিধি-নিষেধ বাস্তবায়নে রয়েছে তৎপর।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতি ,শুক্রবার ও শনিবারে যশোর জেলা ট্রাফিক পুলিশ ও অভয়নগর থানা পুলিশ বিভিন্ন অনিয়মের কারণে প্রায় ২শ’৫০ মোটরসাইকেল জব্দ করেছে। জব্দকৃত মোটরসাইকেল অভয়নগর থানা হেফাজতে রাখা হয়েছে।

অভয়নগর থানা পুলিশ সুত্রে জানা গেছে, নওয়াপাড়া পৌর এলাকায় চলাচলে কঠোর বিধি-নিষেধ লংঘন, কাগজপত্রে গড়মিল, হেলমেটসহ বিভিন্ন অনিয়মের কারণে প্রায় ২শ’৫০ মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এবং বিভিন্ন ধারায় মামলা হয়েছে। বৃহস্পতিবার প্রথম দিনে প্রায় ১শ’৩০টি এবং শুক্রবার দ্বিতীয় দিনে প্রায় ৭০টি ও শনিবারে ৫০টি মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, যশোর জেলা ট্রাফিক পুলিশ ও অভয়নগর থানা পুলিশের অভিযানে আনুমানিক ২শ’৫০ মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সরকারি নির্দেশ মোতাবেক নওয়াপাড়ায় করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, ‘চালক ছাড়া মোটরসাইকেলে কোন আরোহী বহন করা যাবে না। অর্থাৎ একটি মোটরসাইকেলে একজন। হেলমেট ও কাগজপত্র সাথে রাখতে হবে। করোনা মোকাবেলায় সকলের সহযোগিতা প্রয়োজন।’

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!