খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সন্ত্রাস, মাদক ও ভূমিদস্যুদের সাথে কোন আপোষ হবে না। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও নারী ধর্ষণকারী যে দলের হোক কোন ছাড় নয়। মাদক ও নারী ধর্ষক দলের কেউ নয়। সরকার সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি ঘোষণা করেছে। শনিবার (১৭ অক্টোবর) নগরীর ২৯নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্ত্বরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সিটি মেয়র বলেন, সরকার দেশের আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে বদ্ধপরিকর। ধর্ষকদের শাস্তি ইতোমধ্যে মৃত্যুদন্ডের বিধান রেখে অধ্যাদেশ হয়েছে। মাদকমুক্ত খুলনা গড়তে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, সন্ত্রাস, মাদক, ভূমিদস্যু, চাঁদাবাজ ও নারী ধর্ষণকারীদের খুলনায় স্থান হবে না। জলাবদ্ধতা নিরসণে সরকার আটশ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। যারা অবৈধভাবে সরকারি জায়গা দখল করেছেন তাঁদের জায়গা খালি করার জন্য অনুরোধ করেন মেয়র। তা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার এসএম শাকিলুজ্জামান এবং মাসুদ মাহমুদ। স্বাগত স্থানীয় কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম। এসময় খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, বিট পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, আ’লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৭নং বিট পুলিশিং এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রসঙ্গত, খুলনা মেট্রোপলিটন পুলিশের নিয়ন্ত্রণাধীন ৫২টি এবং জেলা পুলিশের ৬৯টি বিটে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন-নিপীড়ন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয় । শারীরিক সুরক্ষা দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে দেশের ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় এ সমাবেশের আয়োজক বাংলাদেশ পুলিশ।
খুলনা গেজেট/এআইএন