খুলনা, বাংলাদেশ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেশে পৌঁছাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
  কেসিসি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে বিএনপি প্রার্থী মঞ্জুর করা মামলার শুনানি আজ

কয়রায় লবনপানি বন্ধের দাবিতে মানববন্ধন

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রায় মহেশ্বরীপুর ইউনিয়নের (নোয়ানী)সুইচগেটদিয়ে আমতলা কেওড়া কাটাখালের ইজারাদার রাতের আঁধারে অবৈধভাবে লবণ পানি উত্তোলন করায় লবনপানি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে প্রায় ৪শ’ মানুষ উপস্থিত ছিলেন।

শনিবার (৩ মে) বিকেলে ৫ টায় আমতলা কেওড়া কাটা খাল পাড়ে গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে” লবণ পানি তুলতে আসবি বুড়ো ঝাঁটার বাড়ি খাবি” লবণ পানির পক্ষে যারা উপকূলের শত্রু তারা” আমার খেলার মাঠ চাই “সংখ্যালঘু নির্যাতন বন্ধ কর ” ২০০ বছরের মন্দির রক্ষা করো ” বিভিন্ন ফেষ্টুনি হাতে নিয়ে মানববন্ধনে দাঁড়ান গ্রামবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক পল্লী চিকিৎসক ডাঃ সঞ্জয় সরদার, মোঃ মফিজুল ইসলাম শিকারী,মোঃ ফিরোজ হোসেন, মোঃ সেলিম শেখ, নিতিশ বৈদ্য,শ্যামপদ রায়, পণিতা ঘরামি,সুমন মৃধা, গোবিন্দ মিস্ত্রি, মধুসূদন বৈদ্য,মোঃ মেখলেছুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এলাকার মানুষের কৃষির উপর নির্ভরশীল। চলতি বছরে এইখালের পানি দিয়ে আমরা ধান চাষ,তরমুজ চাষ সহ বিভিন্ন ফসল লাগায়ছি। সপ্তাহখানেক আগে খালের ইজারাদার তিনি তার ব্যক্তিগত লোক দিয়ে মহেশ্বরীপুর ইউনিয়নের ( নোয়ানী) সুইচ গেট দিয়ে অবৈধভাবে লবণ পানি উত্তোলন করেছেন। নোনা পানি দিয়ে কোন ফসল উৎপাদন করা যায়না। যদি এই খালে লবণ পানি উত্তোলন বন্ধ করা না হয় তাহলে এই এলাকার কোথাও ফসল উৎপাদন করা সম্ভব হবে না। লবণ পানি উত্তোলন বন্ধের জন্য তারা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!