খুলনা, বাংলাদেশ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকিকে মারধরের ঘটনায় সাবেক শিক্ষার্থী মোবারক হোসেন নোমানের ছাত্রত্ব ও সনদ সাময়িক স্থগিত

গফফার বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র শিবলীর ইন্তেকাল

গেজেট ডেস্ক

খুলনা-৩ আসনের সাবেক এমপি আব্দুল গফফার বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র শিবলী বিশ্বাস (৫০) আজ শনিবার (৩ মে) সকাল সাড়ে ৬টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শিবলী বিশ্বাস খুলনা মটর বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি ও কেডিএ নিউমার্কেট দোকান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

মৃত্যুকালে তিনি পিতা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সাবেক বিরোধী দলীয় হুইপ ও বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মরহুম মশিউর রহমানের জামাতা।

তার মৃত্যুর খবর পেয়ে সকাল থেকে মরহুমের নূরনগর বিশ্বাস বাড়িতে আত্মীয়, শুভাকাঙ্খি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ভিড় জমায়।

মরহুমের পিতা আব্দুল গফ্ফার জানান, আজ শনিবার (৩ মে) বাদ আসর নূরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন, মরহুমের পিতা সাবেক এমপি আব্দুল গফ্ফার বিশ্বাস, সাবেক এমপি ও মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু, মরহুমের শ্যালক ও সাবেক হুইপ মশিউর রহমানের ছেলে ঝিনাইদহ জেলা বিএনপি নেতা ইব্রাহিম রহমান বাবু, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, জাপা নেতা তোবারক হোসেন তপু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, সাবেক ছাত্র নেতা শেখ মনিরুজ্জামান এলু, খুলনা মটর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোল্লা মজিবর রহমান, কেডিএ নিউ মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান গোরাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে শিবলী বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, কেডিএ নিউ মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান গোরা, সহ-সভাপতি মির্জা ফেরদৌস আলম শমরেশ সাহা, শ্যামা প্রসাদ কর্মকার আমিরুল ইসলাম অলিফ, সিরাজুল হক, মোল্লা মজিবর রহমানসহ নেতৃবৃন্দ।

অনুরূপ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, খুলনা মটর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোল্লা মজিবর রহমান, সহ-সভাপতি হাসান মোড়ল, মজুমদার গিয়াস উদ্দিন জিয়া, আন্ত:জেলা বাস মিনি বাস মালিক সমতিরি সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ বাবু, আব্দুল কাদের, আনোয়ার হোসেন প্রমুখ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!