খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
  চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

দেশে সর্বাধিক শনাক্তের হার ও মৃত্যু খুলনা বিভাগে

গেজেট ডেস্ক

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২ হাজার ৯৪৯ জনে দাঁড়িয়েছে। নতুন মৃতদের মধ্যে সর্বাধিক ১০ জন মৃত্যুবরণ করেছেন খুলনা বিভাগে। এরপরে রয়েছে রাজশাহী বিভাগ। এই বিভাগে মৃত্যুবরণ করেছেন নয়জন।

এদিকে খুলনা বিভাগে সর্বাধিক মৃত্যুবরণের পাশাপাশি সর্বাধিক সংখ্যক আক্রান্ত হয়েছে। এ বিভাগে একদিনে এক হাজার ৫৪৫ জনের মধ্যে ৫৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে ৩৬ দশমিক ১ শতাংশ শনাক্ত হয়েছে।

আজ বুধবার (৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে শনাক্তের হার ৭ দশমিক ০৩ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ১০ দশমিক ২ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ১১ দশমিক ৭ শতাংশ, রাজশাহী বিভাগে ১৪ দশমিক ৫ শতাংশ, রংপুর বিভাগে ৩২ দশমিক ১ শতাংশ, খুলনা বিভাগে ৩৬ দশমিক ১ শতাংশ, বরিশাল বিভাগে ১৮ দশমিক ৩ শতাংশ এবং সিলেট বিভাগে ১৬ দশমিক ৫ শতাংশ।

খুলনা বিভাগ : বাগেরহাট জেলায় ১৫৫টি নমুনার মধ্যে ৬৮ জন, চুয়াডাঙ্গায় ৬৫টির মধ্যে ১৯ জন, যশোরে ৩২৩টির মধ্যে ১৪৩ জন, ঝিনাইদহে ৬২টির মধ্যে ১৭ জন, খুলনায় ৩৩১টির মধ্যে ৮০ জন, কুষ্টিয়ায় ২২২টির মধ্যে ৬৭ জন, মাগুরায় ৫৮টির মধ্যে ১৩ জন, মেহেরপুরে ৭১টির মধ্যে ১৩ জন, নড়াইলে ৭৬টির মধ্যে ২৯ জন ও সাতক্ষীরায় ১৮২ জনের মধ্যে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ৩৬ দশমিক ১ শতাংশ।

রাজশাহী বিভাগ : রাজশাহী জেলায় এক হাজার ৭৪৪টির মধ্যে ৩৫৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪০২টির মধ্যে ৬৫ জন, নাটোরে ২৩০টির মধ্যে ৪৪ জন, নওগাঁয় ৫১৮টির মধ্যে ৮৮ জন, পাবনায় এক হাজার তিনটির মধ্যে ১৩ জন, সিরাজগঞ্জে ১৬০টির মধ্যে ১৩ জন, বগুড়ায় ১৬০টির মধ্যে ২৩ জন ও জয়পুরহাটে ১৯৪টির মধ্যে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৫ শতাংশ।

 

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!