খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ফসল কাটা নিয়ে চাঁপাই নাবাবগঞ্জ চোকা-কিরণগঞ্জ সিমান্তে উত্তেজনা, ককটেল বিস্ফোরণ বেশ কয়েকজন আহত; সমাধানের চেষ্টায় বিজিবি-বিএসএফ
  বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
নগরীর রান্না খাবার বিতরণ অব্যাহত

দুর্নীতি-দুর্বৃত্তায়নমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য অপরিহার্য : মঞ্জু

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দেশের মানুষের মৌলিক অধিকার পুরণে ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। মানুষের ঘরে খাদ্য নেই, চিকিৎসা পাচ্ছে না, পরিকল্পনার অভাবে ভেঙ্গে পড়েছে শিক্ষা ব্যবস্থা। এভাবে একটি দেশ চলতে পারে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ও দুর্নীতি-দুর্বৃত্তায়ন মুক্ত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় এখনই জাতীয় ঐক্য অপরিহার্য। যারা দেশকে ভালোবাসেন, গণতন্ত্রকে ভালোবাসেন তাদের মধ্যে মতপার্থক্য থাকলেও গণতন্ত্র রক্ষায় নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।

শুক্রবার (৩০ জুলাই) দুপুরে নগরীর মিয়াপাড়া, দোলখোলা, মিস্ত্রিপাড়া ও সোনাডাঙ্গা এলাকায় লকডাউনে ক্ষুধার্ত ৫শ’মানুষের মাঝে মহানগর বিএনপির পক্ষ থেকে রান্না খাবার বিতরণকালে তিনি এ কথা বলেন।

সাবেক সাংসদ মঞ্জু আরও বলেন, করোনার গণটিকা কর্মসূচি জোরদার করতে হবে। সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে হবে। কিন্তু করোনা ভাইরাস থেকে জনগনকে বাঁচাতে সরকারের প্রস্তুতি খুবই দুর্বল। টিকার প্রস্তুতি নেই, হাসপাতাল পর্যাপ্ত নেই, আইসিইউ সঙ্কট, শয্যা সঙ্কট, অক্সিজেন সঙ্কটে দেশবাসি মহাসঙ্কটে পড়েছেন। মৃত্যুর হার কমছে না, কমছে না সংক্রমণের হারও। জনগনের স্বাস্থ্যসেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী প্রতিনিয়ত উপহাস করেন। অবিলম্বে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবী করে সরকারকে স্বচ্ছতা, দায়িত্বশীলতার সাথে জাতীয় মহাদুর্যোগ মোকাবেলায় বিরোধী দলকে আমলে নিতে হবে। দুর্নীতি ও অনিয়ম বন্ধ করে জনগনের স্বাস্থ্যসেবায় প্রয়োজনে সেনাবাহিনী দিয়ে এ মহাদুর্যোগ মোকাবেলা করতে হবে। একই সাথে সরকারকে শুধু আওয়াজ না দিয়ে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দেয়ার আহবান জানান।

খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন এড. এস আর ফারুক, রেহানা আক্তার, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যা. আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, হাসানুর রশিদ মিরাজ, এড. মশিউর রহমান নান্নু, মিজানুর রহমান মিলটন, কামরান হাসান, হাসান মেহেদী রিজভি, রবিউল ইসলাম রবি, ইশাহাক তালুকদার, আব্দুল জব্বার, নাহিদ আল মামুন, মাজেদা খাতুন, জি এম রফিকুল ইসলাম, জাকারিয়া লিটন, মাসুদ খান বাদল, ডা. ফারুক হোসেন, মোহাম্মাদ আলী, মোস্তাফিজুর রহমান বাবলু, মোফাজ্জেল হোসেন, মাসুদ রেজা, ইউনুছ মোল্লা, শাহাদাৎ হোসেন, ফিরোজ আহমেদ, হানিফ মাহমুদ, রফিকুল ইসলাম, রফিক, সেলিম বড়মিয়া, সিরাজুল ইসলাম বাবলু, কাওসার শিকদার, আ. আহাদ শাহিন, সাজ্জাত হোসেন জিতু, শেখ আল মামুন, তুহিন ইসলাম, মোস্তাহিদুল হক দিয়ান, নাজমুল হক, মেসকত আলী, ঈসা শেখ, আশিকুর রহমান সেলিম, আলী খাঁ, মারুফ হোসেন, ওলিয়ার, সুমি আক্তার, মনির হাওলাদার, মঞ্জুর শেখ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!