খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  ধর্মকে কেন্দ্র করে দেশে এমন উন্মাদনা দেখতে চাই না : মির্জা ফখরুল
  কর ফাঁকির মামলায় খালাস পেলেন তারেক জিয়া
  জান্নাতুল ফেরদৌস হত্যা মামলায় আনিসুল হককে ৩ দিনের রিমান্ড মঞ্জুর
  খুলনা, বরিশালে আজ বৃষ্টি হতে পারে

দুটি কিডনিই নষ্ট, স্বপনের নতুন জীবনে ফিরতে প্রয়োজন সহায়তা

নিজস্ব প্রতিবেদক 

খুলনা মহানগরীর খালিশপুরের মো: ইউসুফ হোসেন স্বপনের দুটি কিডনি নষ্ট, বেঁচে আছে ডায়ালিস করে। সহযোগিতা পেলে হয়তো নতুন জীবন ফিরে পেতো। অসহায় পিতার আকুতি। নগরীর খালিশপুর হাউজিং স্টেট এলাকায় বসবাস করেন স্বপনের পিতা। স্বপনের পিতা মো: দেলোয়ার হোসেন একজন রিকসা চালক।

জানা গেছে, স্বপনের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এখন অতিদ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। কিডনি প্রতিস্থাপন করতে ১০ লক্ষ টাকা খরচ হবে। অসহায় পিতার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। স্বপনের সপ্তাহে দুইদিন করে কিডনীর ডায়ালাইসিস করতে হয়। এতে ডায়ালাইসিস বাবাদ সপ্তাহে ৫ হাজার টাকা করে খরচ হচ্ছে। কিন্তু রিকসা চালক বাবার দিনে আয় ৪০০ থেকে ৫০০ টাকার মত। বাবার সংসারে ৪ জন সদস্য, সংসার চালাতে হয়।

স্বপনের বাবা বলেন, ঠিক মতো খাবার কিনতে পারি না সেখানে ছেলের চিকিৎসার টাকা জোগাড় করবো কীভাবে? বলে কেঁদে ফেলেন তিনি। বাবার সামনে টগবগে যুবক ছেলেটি ধীরে ধীরে মৃত্যুর প্রহর গুনছে,সেই বাবাই বোঝে বুকের চাপা কষ্ট,তারপরেও ধারদেনা করে চিকিৎসা চলছে। এমতাব্যস্থায় সমাজের বিত্তবানসহ সকলের সাহায্য ও সহযোগিতা একান্ত প্রয়োজন। প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্যই পারে,মহান আল্লাহতায়ালা ছেলেটিকে তার বাবার কোলে ফিরে যেতে।

সাহায্য ও সহযোগিতার জন্য সরাসরি যোগাযোগ করুন মো: আল-আমিন হোসেন রিপন ব্যাংক হিসাব নং- ২০৫০৭১০০২০০০১৪৯১০ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড খালিশপুর উপ শাখা খালিশপুর খুলনা। বিকাশ নং- ০১৬৮৪ ৯৫৯৮২৬।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!