দিঘলিয়ার ঈদগাহ সংলগ্ন মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ ভূমিহীন ও গৃহহীন মানুষদের জন্য গৃহ নির্মাণ কাজ শুক্রবার বিকালে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস-২ ওয়াহিদা আক্তার।
এ সময় তিনি নতুন একটি ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং নির্মাণাধীন কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহহীন এবং ভূমিহীনদের জন্য মহতী এ কাজে সবাইকে সহযোগীতা করার জন্য তিনি আহবান জানান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলীমুজ্জামান মিলন, দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসানউল্লাহ চৌধূরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মুজিববর্ষে সরকারের এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিঘলিয়া উপজেলা প্রশাসন ইতিমধ্যে ১ একর ৪০ শতাংশ খাস জমি উদ্বার করেছে। উপজেলাধীন ৭০ টি গৃহহীন এবং ভূমিহীন পরিবারের মাঝে উদ্বারকৃত এ সব জমিতে ঘর নির্মাণ করে তাঁদের উপহার দেওয়া হবে। প্রতিটি গৃহহীন এবং ভূমিহীন পরিবারের জন্য ২ শতাংশ জমির উপর ২ কক্ষ বিশিষ্ট ঘর নির্মাণ করা হবে। প্রতিটি ঘর নির্মাণের জন্য ১ লক্ষ ৭১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
নিঁখুত এবং বিতর্কহীনভাবে সরকারের এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলীমুজ্জামান মিলনসহ এর সঙ্গে সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
খুলনা গেজেট/এনএম