খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান
  ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত

দিঘলিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের উদ্বোধন

দিঘলিয়া প্রতিনিধি

খুলনা – ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী উপজেলা প্রশাসন আয়োজিত মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন -২০২১ এর উদ্বোধন করেন। আজ শনিবার বেলা ১১ টায় দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ম্যারাথন প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলীমুজ্জান মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন উপজেলা চেয়াররম্যান খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্যা আকরাম হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মফিজুল ইসলাম ঠান্ডা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসানউল্লাহ চৌধুরী, দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম প্রমুখ।

এরপর বেলা ১২ টায় দিঘলিয়া উপজেলা অডিটোরিয়ামে দিঘলিয়া, সেনহাটী, এবং চন্দনীমহল সাংগাঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ সভায় তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং বিকাল ৩ টায় তিনি বারাকপুর ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে একটি পার্কের উদ্বোধন করেন।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!