খুলনা, বাংলাদেশ | ৬ কার্তিক, ১৪৩১ | ২২ অক্টোবর, ২০২৪

Breaking News

  খা‌লিশপু‌রের হা‌সিবুর হত্যায় ২১ জনের যাবজ্জীবন, খালাস ৫

দিঘলিয়ায় দলীয় মনোনয়নের দাবিতে সড়ক অবরোধ ও দিনব্যাপী মানববন্ধন

ফুলবাড়িগেট প্রতিনিধি

দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান পদে যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান লিংকনকে আওয়ামী লীগের মনোনয়ন না দিয়ে স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে বহিস্কৃত সাবেক ইউপি চেয়ারম্যান ও খানজাহানআলী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমানকে দেয়ায় ক্ষুদ্ধ হয়ে উঠেছে যুবলীগ নেতা লিংকনের সমর্থকরা।

আজ রবিবার ১৪ মার্চ সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ফুলবাড়ীগেট খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে দিনব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এ নিয়ে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক যোগীপোল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোঃ সাজ্জাদুর রহমান লিংকন করোনা কালিন সময় থেকে ইউনিয়ন এলাকার হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা উপকরণসহ বিভিন্ন প্রকার সাহায্য সহযোগীতা করে আসছেন। অথচ স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে বহিস্কৃত সাবেক ইউপি চেয়ারম্যান ও খানজাহানআলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমানকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। যার প্রতিবাদে আজকের এই আয়োজন। মানববন্ধন থেকে যোগীপোল ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন মোঃ সাজ্জাদুর রহমান লিংকনকে দেয়ার জন্য দলীয় সভানেত্রী শেখ হাসিনার নিকট জোর দাবি জানানো হয় ।

এ দিকে ১৩ মার্চ শনিবার রাত সাড়ে ১০টা থেকে রাত আড়াইটা পর্যন্ত ৪ ঘন্টা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এসময় সকল প্রকার যানচলাচলসহ ফুলবাড়ীগেটের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়।

মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন আবুল হোসেন হাওলাদার, আবু হেনা বাবলু, মিজানুর রহমান রুপম,মাসুম খন্দকার, রুমা খন্দকার মুন্নি, অম্বিকা রাণী মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!