খুলনার দিঘলিয়া উপজেলার নগরঘাট খেয়াঘাট সংলগ্ন জামান জুট প্রেসে বুধবার রাতে প্রেসের সমস্ত সার্ভিস এবং ওয়ারিং তার, প্রেসের মূল্যবান যন্ত্রাংশ কে বা কারা চুরি করে নিয়ে যায়।
জামান জুট প্রেসের স্বত্বাধিকারী শেখ খালেকুজ্জামান জানান, প্রেসে চুরির ঘটনাটি সকালে জানতে পারি। চুরি হওয়া ওয়ারিং তার এবং যন্ত্রাংশের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। পাট ব্যবসায়ে মন্দার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গত এক বছর যাবৎ প্রেসটি বন্ধ রয়েছে। লকডাউনের কারণে রাতে পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা না থাকার কারণে এ চুরির ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে দিঘলিয়া থানায় জিডি করা হবে বলে তিনি জানান।
খুলনা গেজেট/এনএম