করোনা মহামারী প্রতিরোধে দিঘলিয়া উপজেলার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও সুশীল সমাজের প্রতিনিধিগণকে ‘সংশ্লিষ্ট আইন ও বিধিবিধানসমূহ’ সম্পর্কে অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
দুই দিন ব্যাপী অবহিতকরণ এ প্রশিক্ষণ কর্মশালা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক মোহান্মদ হেলাল হোসেন।
দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলীমুজ্জামান মিলন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহাবুবুল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসানউল্লাহ চৌধুরী, সরকারী সেনহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন এসোসিশনের সদস্য সচিব মোল্যা মাকসুদুল ইসলাম, সাংবাদিক শেখ মনিরুল ইসলাম, প্রমুখ।
উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সী (জায়কা)’র সহায়তায়, উপজেলা অর্থ, বাজেট পরিকল্পনা ও স্থানীয় সম্পদ আহরণ সংক্রান্ত স্থায়ী কমিটি অবহিতকরণ এ প্রশিক্ষণ সভার আয়োজন করে।
খুলনা গেজেট/এনএম