খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে ৩০ ঘণ্টা যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
  নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ
  জনগণই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে : মির্জা ফখরুল
  আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সর্বোত্তম: প্রধান উপদেষ্টা

দাকোপে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

দাকোপ প্রতিনিধি 

দাকোপের বানিশান্তা আমতলা এলাকায় ৬ষ্ঠ শ্রেনির ছাত্রীকে ধর্ষনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

দাকোপ থানা ও এজাহার সুত্রে জানা যায়, উপজেলার বানিশান্তা ইউনিয়নের আমতলা এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী জয়নাল গাজীর ছেলে সাব্বির গাজী (২২) নামে এক যুবক দীঘদিন ধরে ৬ শ্রেণির ছাত্রী (১৩) সাথে মেলামেশার এক পর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে যায়।

একপর্যায়ে ছেলেটা অন্যত্র বিয়ে করলে মেয়ের মা সুমি বেগম বাদি হয়ে গত ৪ অক্টোবর রাতে গর্ভবতী মেয়েকে নিয়ে দাকোপ থানায় উপস্থিত হয়ে ধর্ষণের অভিযোগে এজাহার দাখিল করেন।

অফিসার ইনচার্জ সেকেন্দার আলী এজাহার রুজুপূর্বক ( মামলা নং-০২ তারিখ ৫/১০/২১ ধারা-২০০০ সালের নারী ও শিশু আইন এর ৯ (১) মামলা তদন্তের দায়িত্ব দেন পুলিশ পরিদর্শক তদন্ত আশরাফুল আলমকে। ভোররাতে পুলিশ পরিদর্শক তদন্ত আশরাফুল আলম ধর্ষণ মামলার প্রধান আসামিকে আমতলা এলাকা থেকে গ্রেপ্তার করেন। মঙ্গলবার (৫ অক্টোবর) অভিযুক্ত যুবক ও ধর্ষিত মেয়েকে পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এ ব্যপারে দাকোপ থানা অফিসার ইনচার্জ সেকেন্দার আলী বলেন, ‘এ মামলার তদন্তে ধর্ষণের সহযোগিতায় কারো নাম প্রমানিত হলে তাঁদেরও আসামী হিসাবে মামলায় অন্তর্ভুক্ত করা হবে।’

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!