খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব

দাকোপের পানখালী ভাঙনে বাঁধের ৫০ গজ পশুর নদী গর্ভে বিলীন

দাকোপ প্রতিনিধি

পশুর নদীর প্রবল জোয়ারের তোড়ে দাকোপের পানখালীর খলিশা স্লুইচ গেটের উত্তর পাশে পাউবোর ৫০ গজ ওয়াপদা বেড়িবাঁধ পশুর নদী গর্ভে বিলীন হয়েছে। অর্ধশত পুকুরের সাদা মাছসহ তলিয়ে গেছে প্রায় শত শত বিঘা আমন ফসলের ক্ষেত। ভাঙন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার। ভাঙন রক্ষায় প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহাতায় নির্মাণ কাজ চলমান রয়েছে।

সরেজমিনে ঘুরে ও জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানাগেছ, ৬ অক্টোবর বুধবার বেলা আনুঃ ১১ টায় উপজেলার পানখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ৩১নং পোল্ডারের পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার খলিশা স্লুইচ গেটের উত্তর পাশে বেড়িবাঁধের ৫০ গজ বেড়িবাঁধ রাস্তা পশুর নদীর জোরের তোড়ে নদী গর্ভে বিলীন হয়েছে। নদীর জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করায় পানখালীর খলিসা, পানখালী মধ্যে পাড়া ও পূর্ব পাড়া গ্রামে অর্ধশত পুকুরের সাদা মাছসহ তলিয়ে গেছে শতশত বিঘা আমন ফসলের ক্ষেত। বধুবার বিকেল ৪ টায় ভাঙন কবলিত ওয়াপদার বেড়িবাঁধের ভাঙন অংশে রিং বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ড খুলনার তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শফি উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডর উপ বিভাগীয় প্রকৌশলী সুজয় কর্মকার, দাকোপ সহকারী প্রকৌশলী মধুসুধন মল্লিক, পানখালী ইউনিয়ন পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ছাব্বির আহমেদ, ইউপি সদস্য শহিদুল ইসলাম শেখ
প্রমুখ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!