খুলনা, বাংলাদেশ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ঢাকা-রাজশাহী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাপায় বাবা ও ছেলে নিহত
  বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক রাখলেন ট্রাম্প, আগস্ট থেকে কার্যকর

দলের দু’দিন আগেই দেশে সুজন-মুশফিক

গেজেট ডেস্ক

নিউজিল্যান্ডে সফল মিশন শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

আজ (বুধবার) সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত ৯.১৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা।

দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে গিয়ে এবার প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে কিউইদের বিপক্ষে তাদের মাঠে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল। সে হিসেবে সফল একটি সিরিজ শেষ করে ফিরলেন দু’জনে। তবে বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি, এড়িয়ে যান তারা।

এই দুজন নিউজিল্যান্ড থেকে আগেভাগে ফিরে এলেও বাকিরা নির্ধারিত সময়ের আগে আসতে পারছেন না।

অধিনায়ক মুমিনুল হকসহ দলের বাকি সদস্যরা সেখান থেকে রওয়ানা করবেন আগামী ১৪ জানুয়ারি। দেশে এসে পৌঁছাবেন ১৫ জানুয়ারি।

সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে ক্রাইস্টচার্চে এসে সব হিসেব পাল্টে দেয় টম লাথামের দল। সিরিজ জয়ের স্বপ্ন দেখা মুমিনুল-লিটনদের তিন দিনেই হারিয়ে দেয় স্বাগতিকরা।

প্রথম টেস্টে খেললেও কুঁচকির চোটে দ্বিতীয়টিতে খেলতে পারেননি মুশফিক। সে ম্যাচটি বাংলাদেশ হারে ইনিংস আর ১১৭ রানের ব্যবধানে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!