খুলনা, বাংলাদেশ | ২৩ আশ্বিন, ১৪৩১ | ৮ অক্টোবর, ২০২৪

Breaking News

  ছয় মামলায় সাবের হোসেনের জামিন, কারামুক্তিতে বাধা নেই
  দুর্গাপূজার ছুটি বৃহস্পতিবার একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  খুলনায় মাদক মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত

তেরখাদায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

তেরখাদা প্রতিনিধি

‌’মুজিব বর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই স্লোগানসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তেরখাদা থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার সকাল ১০ টায় থানার চত্ত্বর থেকে র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালীতে নেতৃত্ব দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) এস এম রাজু আহমেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মাদ গোলাম মোস্তফা, উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সরকারি নর্থ খুলনা কলেজের উপাধক্ষ্য আবু হেনা মোঃ মনিরুল হক মন্টু, চিত্রা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মিজানুর রহমান, থানার পুলিশ পরিদর্শ (তদন্ত) মোঃ মোশাররফ হোসেন, উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা, মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, মধুপুর ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মহসীন, শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাহা, ছাগলাদাহ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) খান সেলিম আহমেদ, আ’লীগ নেতা বাছিতুল হাবিব প্রিন্স, মাওঃ আব্দুর রাজ্জাক, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওঃ আব্বাস আলী, আ’লীগ নেতা ইউপি মেম্বর শেখ তোফায়েল আহমেদ, ইউপি সদস্য আরিফুজ্জামান অরুন, থানার এস আইদ্বয় শরিফুল ইসলাম, মোঃ রাশেদুল হক সরকার, মোঃ মতিউর রহমান, মনিরুজ্জামান মোল্যা, মোঃ নাজমুল হুদা, মোঃ সবুজ গাজী, মোঃ মাজবিহা হোসাইন, লিটন বিশ্বাস, আজগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মোঃ হাবিবুর রহমান, বলরামপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ এস আই মোঃ আসাদুজ্জামান, পাতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই মোঃ বোরহান উদ্দিন, মোকামপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এ আই মোঃ নজরুল ইসলাম, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দসহ শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পুলিশিং কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করা, পুলিশের কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনসচেতনতা ও গনজাগরণ সৃষ্টির লক্ষ্যে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমকে আরও শক্তিশালী করা সহ নানা বিষয়ের প্রতি আলোচনা করা হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!