খুলনার ডুমুরিয়ায় ৪ ছাগল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রবিবার সন্ধ্যায় আরাজি ডুমুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ছাগল মালিক আরাজি ডুমুরিয়ার আব্দুর রাজ্জাকের স্ত্রী আকলিমা আক্তার আঁখি জানান, প্রতিদিনের ন্যায় তার ২টি ছাগল রাস্তায় বেঁধে বেখে আসে। ঘটনার দিন বিকেলে খালিশপুর এলাকার সুজন হাওলাদার, রাকিব শেখ, হাসিব মোল্যা ও আরিফুল হক একটি সিএনজিতে ছাগল ২টি নিয়ে পালিয়ে যায়।
এসময় খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় জনতা উপজেলার শলুয়া বাজার এলাকায় তাদেরকে আটক করে। পরে গণধোলাই দিয়ে তাদের আড়ংঘাটা থানা পুলিশে সোপর্দ করে। এঘটনায় আকলিমা বাদি হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হামিদুল ইসলাম জানান,চোরাইকৃত ছাগল ২টি উদ্ধার ও সিএনজি জব্দ করা হয়েছে।
খুলনা গেজেট/ টি আই