খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি
  আজ সকাল থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু

ডুমুরিয়ায় বজ্রপাতে দুই ভাইয়ের নিহত

নিজস্ব প্রতিবেদক

খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার ৯ (সেপ্টেম্বর) রাতে উপজেলার শরাফপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামে মাছের ঘের থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

বজ্রপাতে নিহতরা হলেন- সেনপাড়া গ্রামের মলঙ্গী বাড়ির মৃত হাছেন মলঙ্গীর ছেলে নাজমুল মলঙ্গী (৩০) ও তার ভাই এনামুল মলঙ্গী(২৫)।

ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, বিকেলে নাজমুল ও এনামুল দুই ভাই মাছের ঘেরে যান। রাতে তারা বাসায় না ফিরলে বাড়ির লোকজন তাদের খুঁজতে বের হয়। পরে রাত ৮ টার দিকে ঘেরের পাশে তাদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বিকেলে বৃষ্টির সময় বজ্রপাত হয়। তাদের শরীরে বজ্রপাতের আঘাতের চিহ্ন রয়েছে। বজ্রপাতে তারা মারা গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!