খুলনার ডুমুরিয়ায় গ্রামের ভিতর ইট ভাটা তৈরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইট ভাটার লাইসেন্স বাতিল ও পরিবেশ ছাড়পত্র নবায়ন না করার জন্য খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও খুলনা জেলা প্রশাসক বরাবর গত ১৫ মার্চ একটি লিখিত অভিযোগ করেছে গ্রামবাসী।
প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের চহেড়া গ্রামে ইট ভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করে মেসার্স সেতু ব্রিকস-৪ নামে একটি ইট ভাটা পরিচালিত হয়ে আসছে। ভাটার আশপাশে প্রায় ৫শ’ পরিবার বসবাস করে। এছাড়া এখানে চহেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চহেড়া এস কে দাখিল মাদ্রাসা, চহেড়া জামে মসজিদ, চহেড়া সার্বজনীন পূজা মন্দির আছে। ফলে ইট পোড়ানোর সময় এর দূর্গন্ধে এখানে বসবাস করা দূর্বিসহ হয়ে পড়েছে। শুধু তাই নয় ইট ভাটাটির আঙিনায় ১০/১৫ টি পরিবার বসবাস করে। ফলে দিনরাত মেশিনের শব্দ ও ধুলাবালির কারণে এখাকার মানুষের জীবন দূর্বিসহ হয়ে উঠেছে। তাই নিরুপায় হয়ে গ্রামবাসী ইট ভাটার লাইসেন্স বাতিল ও পরিবেশ ছাড়পত্র নবায়ন না করার জন্য খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও খুলনা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপারে ভাটা মালিক আব্দুল হক বলেন, আমরা তো দীর্ঘদিন ধরে উক্ত স্থানে ভাটা পরিচালনা করে আসছি। এখন যদি কেউ অভিযোগ করে, তাহলে তো কিছু বলার নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান বলেন, অভিযোগের বিষয়টি আমি শুনেছি। তবে যদি গ্রামের ভিতর ভাটার কার্যক্রম থাকে, তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এনএম