খুলনার ডুমুরিয়ায় গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার রংপুর গ্রামে এঘটনা ঘটে।নিহতের বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়,উপজেলার চেঁচুড়ি গ্রামের ইন্তাজ আলী ফকিরের পুত্র তেঁতুল ব্যবসায়ী আলাউদ্দিন ফকির(২৮) সোমবার সকালে তার পিতা ও ছোট ভাইকে নিয়ে রংপুর গ্রামে তেঁতুল সংগ্রহ করতে যায়। আলাউদ্দিন গাছে উঠে তেঁতুল সংগ্রহ করতে থাকে। একপর্যায়ে গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।
খুলনা গেজেট/ টি আই