খুলনা ডুমুরিয়ার চুকনগর ইজিবাইক মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৬টি পদের মধ্যে ৩টি পদে নির্বাচন হয়। বাকী ৩টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
বুধবার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে চাকুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ সাইফুল ইসলাম গাজী ৭৬ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জিএম ফেরদৌস হোসেন পায় ২০ ভোট। ৫২ ভোট পেয়ে লিটন মোড়ল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ আব্দুর রউফ পায় ৩৫ ভোট। ৭৬ ভোট পেয়ে আনিচুর রহমান শেখ লাইন সম্পাদক নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পায় ২০ ভোট।
এছাড়া সাবেক সভাপতি শেখ আব্দুল কাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়। মোঃ রবিউল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক ও পঙ্কজ বিশ্বাস কোষাধ্যক্ষ নির্বাচিত হয়। নির্বাচন কমিশনের দায়িত্বে মোঃ মকবুল হোসেন। সার্বিক সহযোগীতা করেন আওয়ামী লীগ নেতা ও চুকনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম।
খুলনা গেজেট/ টি আই