খুলনা, বাংলাদেশ | ১৪ আশ্বিন, ১৪৩১ | ২৯ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  হাসিনা পুত্র জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  কুষ্টিয়ার খোকসায় সড়ক দুর্ঘটনায় তিন শিশু নিহত, আহত দুই
  দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
আইসিটি প্রশিক্ষণ উদ্বোধনকালে বক্তারা

‘ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে’

নিজস্ব প্রতিবেদক

‘ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। কোনভাবেই যেন এর অপব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রেখে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। তথ্য প্রযুক্তি ২০১৮ এর আইনটি নিয়ে আরো পর্যালোচনা করা প্রয়োজন। ব্যক্তি, পরিবার ও সমাজে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তির বিপ্লব, এর সুফল এবং সমাজের নানা মাত্রিক পরিবর্তন আনতে পারে। সামাজিক যোগাযোগ আমরা যত্রতত্রভাবে ব্যবহার না করি সেদিকে নজর রাখতে হবে।’ জনউদ্যোগ এর আয়োজনে খুলনায় দুই দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণের উদ্বোধনকালে বক্তারা এসব কথা বলেন।

শুক্রবার সকাল ১০টায় বিএমএ মিলনায়তনে জনউদ্যোগ আয়োজিত আইইডি’র সহযোগিতায় দুই দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা টিভি রির্পোটার অ্যাসোসিয়েশনের সভাপতি ও মাছরাঙ্গা টেলিভিশনের ব্যুরো প্রধান মোস্তফা জামাল পপলু। প্রশিক্ষণ উদ্বোধন করেন বিএমএ’র সভাপতি ডা: শেখ বাহারুল আলম।

উদ্বোধনী সভায় জনউদ্যোগ নারী সেলের আহবায়ক শামীমা সুলতানা শীলু রাধুনী কীর্তিময়ী সম্মাননা পুরস্কার পাওয়ায় তাকে সংবর্ধিত করা হয়। অতিথি ছিলেন ডা: দীপাঙ্কও নাগ। সভা পরিচালনা করেন জনউদ্যোগ এর খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন। প্রশিক্ষণ দেন অফসেসটেক লিঃ এর মোঃ জিসান আহমেদ। প্রশিক্ষণে জেলার বিভিন্ন পর্যায়ের যুবকেরা অংশগ্রহণ করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!