আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচেও টস জিতেছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। সিলেটে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ২ উইকেটে জিতেছে বাংলাদেশ। এবার স্বাগতিকদের সামনে আফগানদের বিপক্ষে প্রথম টি-২০ সিরিজ জয়ের সুযোগ। সিরিজ জয়ের মিশনে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা।
চোটের কারণে খেলতে পারছেন না রনি তালুকদার। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন আফিফ হোসেন। আর রোটেশন পদ্ধতির অংশ হিসেবে বিশ্রাম পেয়েছেন শরিফুল ইসলাম। তার বদলি হিসেবে একাদশে ফিরেছেন আরেক পেসার হাসান মাহমুদ।
এর আগে প্রথম ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় শেষ হাসিটা বাংলাদেশেরই ছিল। তাই সিরিজে এগিয়ে থেকে আজ মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচ জিততে পারলে শিরোপা ঘরে তুলবে স্বাগতিকরা। অন্যদিকে সফরকারীরা এই ম্যাচে ঘুরে দাঁড়াতে পারলে অন্তত সিরিজ ড্র করে বাড়ি ফিরতে পারবে।
বাংলাদেশ একাদশ-
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
আফগানিস্তান একাদশ-
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রেহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, ওয়াফাদার।