সারাদিনের ভ্যাপসা গরমের পরে অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে নগরীতে। সোমবার (১৯ মে) বিকাল সাড়ে ৪ টার দিকে আকাশ মেঘলা হয়ে চারিদিক অন্ধকার হয়ে যায়। তার কিছুক্ষণ পর থেকে ঠান্ডা বাতাস বইতে শুরু করে। ঠান্ডা বাতাসে স্বস্তি মিলছে নগরবাসীর। বিকাল সাড়ে ৫ টার দিকে বৃষ্টি নামতে শুরু করে। এতে জনমনের স্বস্তি ফিরেছে।
ময়লাপোতায় আসা মো. নাহিদ চৌধুরী বলেন, বৃষ্টি মানেই এক অদ্ভুত মায়া। গ্রীষ্মের রোদে পুড়ে যাওয়া শহর হঠাৎ করেই যেন শান্ত হয়ে যায় যখন মেঘেরা আকাশ ঢেকে ফেলে। সারাদিনের ভ্যাপসা গরমের পরে বৃষ্টিতে যেনো স্বস্তি ফিরে পেয়েছি। বাইরে ঠান্ডা বাতাস বইছে বেশ ভালো লাগছে।
বউবাজারের রায়হানা মিমোসা বলেন, আজ সকাল থেকেই তেতুলতলা, বউবাজার এলাকায় মেঘলা ছিলো তারপরও যেনো গরম কমছিলো না। ক্লাস থাকা সত্বেও এই গরমে বাইরে যাওয়া কষ্টকর। এখন ঠান্ডা বাতাস আর টুপটাপ বৃষ্টির শব্দে চারপাশে এক ধরনের প্রশান্তিময় পরিবেশের সৃষ্টি হয়েছে। ভালো লাগছে।
নিরালার বাসিন্দা নয়ন খাঁ বলেন, আজ সারাদিন বেশ গরম অনুভূত হয়। বৃষ্টির পানিতে ভিজে খুব ভালো লাগছে। যে গরম পড়ছিল, তাতে কিছুতেই স্বস্তি পাওয়া যাচ্ছিল না। বৃষ্টি আসায় পরিবেশ শীতল হয়েছে। ঝুম বৃষ্টিতে মন প্রশান্তিতে ভরে গেছে।
খুলনা গেজেট/এএজে