আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে যশোরের ঝিকরগাছায় ৫ জয়িতা নারীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস-চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা বিআরডিবি কর্মকর্তা বিএম কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার সুলতানা, জয়িতা নারী সাজেদা বেগম, ২০১৮ সালের জয়িতা নারী নাসরিন নাহার আশা।
এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শুকুমার কান্তি মন্ডল, মেডিকেল অফিসার ডাঃ শরীফ তৌহিদ তারিফ, সহকারী শিক্ষা অফিসার আসাদুল ইসলাম, ইনস্টেক্টর নাজনিন সুলতানাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও নারী সমাজের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠান শেষে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী সাজেদা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে আমেনা খাতুন, সফল জননী নারী হিসেবে সাফিরা খাতুন, নির্যাতন বিভিষীকায় রোকেয়া বেগম ও সমাজউন্নয়নে অসামান্য অবদান রাখায় জেসমিন সুলতানাকে সম্মামনা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
খুলনা গেজেট/কেএম