খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  ৭ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
  ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  ৪০তম ব্যাচের ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

ঝিকরগাছায় স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিকের ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছায় স্কুলছাত্রী মারিয়া খাতুনের আত্মহত্যার ঘটনায় প্রেমিক মেহেদী হাসানের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

এ ঘটনায় বুধবার (২৪ আগস্ট) সকালে উপজেলার কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে বিক্ষোভ মিছিলে যোগ দেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বিদ্যালয়ের শিক্ষকসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। মিছিলে তারা ঘাতক প্রেমিক মেহেদী হাসানের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানায়।

মারিয়া খাতুন (১৪) ঝিকরগাছা সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের আব্দুল হান্নানের মেয়ে ও কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

প্রেমিক মেহেদী হাসান ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং একই গ্রামের রুহুল কুদ্দুস ওরফে বড় খোকনের ছেলে।

গত মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে নিজ ঘরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মারিয়ার মরদেহ উদ্ধার হয়। পরিবারের লোকজন মরদেহ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!