যশোর মনিহার বাসস্ট্যান্ড এলাকায় র্যাবের অভিযানে দুটি যাত্রীবাহি বাস তল্লাশি করে জেলি পুশকরা ৩শ’৪০ কেজি চিংড়ি উদ্ধার করা হয়েছে। এরপরে তা ধ্বংস করেছে র্যাব সদস্যরা। বুধবার রাতে মনিহার এলাকায় চেকপোস্ট বসিয়ে ওই চিংড়ি জব্দ করা হয়। এছাড়া দুটি বাসের মালিককে ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব জানিয়েছে, বুধবার রাতে হিমেল সীমান্ত নামে একটি বাস (ঢাকা মেট্টো-ব-১১-২৯১৩) সাতক্ষীরা থেকে শেরপুরে যাচ্ছিল। রাত সাড়ে ১০টার দিকে বাসটি মনিহার এলাকায় পৌছালে র্যাব সদস্যরা থামিয়ে তল্লাশি করে ৫টি ককসিট জব্দ করে। এরপর রাত দেড়টার দিকে আসিফ স্পেশাল নামে আরো একটি বাস (রংপুর মেট্টো-১৯-০০১৩) সাতক্ষীরা থেকে রংপুর যাচ্ছিল। বাসটি মনিহার এলাকায় পৌছালে বাসটি আটক করে তল্লাশি চালিয়ে ৬টি ককসিট জব্দ করা হয়। মোট ১১টি ককসিট খুলে সেখান থেকে ৩৪০ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়। পরে সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ ও র্যাবের কোম্পানি কমান্ডার মেজর সাকিব হোসেন এবং স্কোয়াড কমান্ডার এএসপি ফয়সাল তারভীরের সমন্বয়ে গঠির মোবাইল কোর্ট জব্দ করা চিংড়ি ধ্বংস করেন। এছাড়া সীমান্ত বাসের মালিক সঞ্জয় গুপ্ত লালকে ২৭ হাজার টাকা এবং আসিফ স্পেশাল বাসের মালিক আব্দুল মান্নানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা গেজেট/কেডি