খুলনা পুলিশ লাইন্স (শিরোমনি) ড্রিলসেডে রবিবার সকাল ১০ টায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেছেন, পুলিশ সদস্যেদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার রোধে সচেতন থাকতে হবে। এছাড়া সরকার ঘোষিত বিধিনিষেধ প্রতিপালন করতে হবে।
জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সঞ্চালনা করেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ। সভায় উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) সুশান্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মামুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার(এ-সার্কেল) এসএম রাজু আহমেহসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও ফোর্সরা
খুলনা গেজেট/এনএম