খুলনা, বাংলাদেশ | ২৪ ফাল্গুন, ১৪৩১ | ৯ মার্চ, ২০২৫

Breaking News

  ধর্ষণের মামলার বিচার দ্রুত নিষ্পত্তি করতে আইন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার : আইন উপদেষ্টা
  কোনো বাধা ছাড়া মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের, শিশুটির বড়বোনকেও নিরাপত্তা দেয়ার নির্দেশ

জুয়ার সরঞ্জামসহ ডিবির অভিযানে গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে রুপসা থানা এলাকা হতে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (০৪ মার্চ ) বিকালে রূপসায় এ অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখা, খুলনার ইনচার্জ নাসির উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) আল আমিন সংগীয় অফিসার ও ফোর্সসহ রুপসা থানা এলাকায় উদ্ধার অভিযান ও বিশেষ অভিযান পরিচালনা করেন। তারা গোপন সূত্রে জানতে পারে যে, টাকার বিনিময়ে জুয়া খেলা হচ্ছে। তখন তিনি বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে সংগীয় অফিসার ও ফোর্সসহ বিকাল সোয়া ৪টার দিকে ঘটনাস্থল হতে আসামী আসলাম মোল্লা (৫২), আরিফুল ফরাজি (৩২), ও ইমামুল শেখ (৪৫)দেরকে গ্রেপ্তার করেন। সেখান থেকে তাদের হেফাজত হতে জুয়া খেলার সরঞ্জামাদি ও টাকা উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!