৫০তম শীতকালীন জাতীয় আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা -২০২২ এ খুলনার দিঘলিয়া উপজেলার দুইটি মাধ্যমিক বিদ্যালয়ের ৩ জন কৃতি ক্রীড়াবিদ স্বর্ণ পদক পেয়েছে।
সম্প্রতি দেশের কয়েকটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত অঞ্চলভিত্তিক এ ক্রীড়া প্রতিযোগিতায় ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লিমা বালিকা (মধ্যম) ক্যাটাগরিতে দড়িলাফ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক অর্জন করেন। একই বিদ্যালয়ের জসিম খান বালক (বড়) গ্রুপ ক্যাটাগরিতে ৮০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করেন। এছাড়া জসিম খান ১৫০০ মিটার দৌড় এবং রেসদৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে বালক (বড়) গ্রুপ ক্যাটাগরিতে ব্যক্তিগত রানার্সআপ হয়েছেন। একই বিদ্যালয়ের সামিয়া সুলতানা বালিকা (বড়) গ্রুপ ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক অর্জন করেন। অঞ্চল পর্যায়ে ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ৪ টি ইভেন্টে প্রথম , ১টিতে তৃতীয় স্থানসহ মোট পাঁচটি পুরস্কার লাভ করে।
একই উপজেলার স্টার জুট মিলস মাধ্যমিক বিদ্যালয়ের আরজু খাতুন বালিকা (বড়) গ্রুপ ক্যাটাগরিতে দড়িলাফ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক অর্জন করেন।
এদিকে দিঘলিয়া উপজেলার ২টি মাধ্যমিক বিদ্যালয়ের জাতীয় পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহাফুজুর রহমান।
খুলনা গেজেট/ টি আই