খুলনা -৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মোঃ আখতারুজ্জামান বাবু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্ব ও সততা দিয়ে আজ বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছেন। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, জননেত্রী শেখ হাসিনা আজ সমগ্র বিশ্বে উন্নয়নের রোল মডেল। জননেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর রাজনীতি হচ্ছে দেশ ও মানুষের কল্যাণে কাজ করা। তিনি দলীয় সকল পর্যায়ের কর্মীদের মানুষের কল্যাণে কাজ করার নির্দেশ দিয়েছে। তারই ধারাবাহিকতায় খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ পবিত্র ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণে মানবতার সেবায় এগিয়ে এসেছে, এইজন্য স্বেচ্ছাসেবক লীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে ঐক্যবদ্ধ থাকতে আহবান জানান।
তিনি আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা ১১ টায় কয়রা উপজেলায় খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ জালাল উদ্দিন রুবেল এর সহযোগিতায় গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তৃতায় একথা বলেন।
খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ ও সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান রাসেল এর নেতৃত্বে এড. মোশাররফ হোসেন এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মহসিন রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ ফেরদাউসুর রহমান, জেহাদুল চৌধুরী মিলন, মঈন উদ্দিন মাসুদ রানা, আবির মালিক, মোঃ জাহাঙ্গীর হোসেন, সাবেক ছাত্রনেতা ইমদাদুল হক টিটু, প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমান, ইমরান হোসেন জাকি, শেখ হেলাল বাবু, শরিফুল ইসলাম টিংকু,আমিনুল হক বাদল, সিরাজুল ইসলাম, রকিবুল ইসলাম গাজী, আকতারুল ইসলাম সৌরভ, নিউটন, শেখ মোঃ রাসেল প্রমুখ।
খুলনা গেজেট/ টি আই