যশোরের চৌগাছার পল্লীতে যৌতুকের দাবিতে এক গৃহবধুকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ির বিরুদ্ধে। ভুক্তভোগী নারী হাসপাতালে চিকিৎসা নিয়ে সংশ্লিষ্ঠ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কয়ারপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে শাবানা খাতুনের (২৫) সাথে মাড়ুয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে মামুন হোসেনের ৩ বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয়। দাম্পত্ত জীবনে সে এক ছেলে সন্তানের জননী। বিয়ের পর হতে স্বামী মামুন হোসেন যৌতুকের জন্য চাপ দিতে থাকে। গরীব অসহায় পিতা আমার সংসারের সুখের কথা চিন্তা করে বিভিন্ন সময়ে নগদ এক লাখ টাকা ও প্রায় এক লাখ টাকার আসবাবপত্র দেয়। তারপরও আরও টাকার জন্য চলে নির্যাতন।
গত শুক্রবার বিকেলে স্বামী মামুন হোসেন আমার পিতার বাড়ি হতে দুই লাখ টাকা এনে দিতে বলেন। পিতা অসুস্থ্ তাই আমি টাকা আনতে অপরাগতা প্রকাশ করি। সঙ্গে সঙ্গে স্বামী মামুন হোসেন, শ্বশুর জসিম উদ্দিন ও শ্বাশুড়ি শিল্পি বেগম একত্রিত হয়ে আমার উপর চালায় শারীরীক নির্যাতন। তারা বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আমাকে আহত করে। মুখে ও মাথায় লাঠির আঘাতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এসময় তারা বাড়ির উঠনেই আমাকে ফেলে রাখে। খবর পেয়ে আমার মা ও ভাই স্থানীয়দের সহযোগীতায় সেখান থেকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। কিছুটা সুস্থ্ হয়ে শনিবার আমি থানায় অভিযোগ করি। এ ঘটনায় তিনি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
খুলনা গেজেট/ টি আই