যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নে মশালের আগুনে একটি গরুসহ কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোরে ইউনিয়নের বাড়ীয়ালী গ্রামের কৃষক শামীম হোসেন সন্তোসের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় গরু বাঁচাতে গিয়ে শামীম হোসেন ও তার ছেলে শাওন হোসেন (২২) আগুনে দগ্ধ হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
কৃষক শামীম হোসেন জানান, ‘গরুর গোয়াল ঘরে অতিরিক্ত মশা থাকায় ওই দিন সন্ধ্যায় গোয়াল ঘরে ধোঁয়া দেয়ার জন্য মশালের সাথে খড়-কুটা দিয়ে আগুন দিই। ভোর রাতে ধোঁয়া দেয়া মশাল থেকে গোয়াল ঘরে আগুন ধরে যায়। এ সময় গোয়াল ঘরে রাখা প্লাস্টিকের দু’টি ব্যারেলে রাখা ৩০০ লিটার ডিজেলে আগুন লেগে যায়। এতে আগুনের তীব্রতা বেড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে আমি বসতঘর থেকে স্ত্রী ও ছেলেদের সকলকে বাইরে আসতে বলি। চোখের পলকে আমার বসতঘর ও গোয়াল পুড়ে ছাই হয়ে যায়। গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে আমি ও আমার ছেলে শাওন আগুনে দগ্ধ হই। আমরা প্রাথমিক চিকিৎসা নিয়েছি। তবে গরুটি আগুনে পুড়ে মারা গেছে। গরুটির আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।’
তিনি আরে বলেন, ‘একটি গরু, ৩০০ লিটার ডিজেল, বসতঘরের আসবাবপত্রসহ আগুনে পুড়ে আমার সবশেষ। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।’
পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
খুলনা গেজেট/ টিএ