যশোরের চৌগাছায় সানারুদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ কৃষক আগাছানাশক খেয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের বাসিন্দা।
বুধবার বিকেলে আত্মহত্যার চেষ্টা করলে তাকে উদ্ধার করে বিকাল ৫টা ৪৫ মিনিটে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখান থেকে চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
পুলিশ, স্বজন, হাসপাতাল ও স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান মিলনের সাথে কথা বলে জানা যায়, পারিবারিক কলহের জেরে বুধবার বিকাল সাড়ে চারটার দিকে বাড়ির পাশেই তিনি আগাছানাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। হাসপাতালে ওয়াশের পর প্রাথমিক চিকিৎসা দিয়ে বেডে দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/ টি আই