খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

চৌগাছায় তিন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় কঠোর লকডাউনের ৮ম দিনে তিন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা ও এক ব্যবসায়ীর মোবাইল ফোন সেট জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল থেকেই প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর সদস্যা পৌর সদরে ব্যাপক অভিযান পরিচালনা করেন। প্রশাসন যে শুধু মানুষকে অর্থদন্ড করছেন এমনটি না, বাজারে আসা মানুষজনকে অহেতুক ঘরের বাইরে না আসার জন্যও সচেতন করছেন।

এদিন বেলা ১০ টার দিকে বাজারের কাপড় ব্যবসায়ী সবুজ ক্লথ ষ্টোরের মালিক নাসির উদ্দিন দোকাল খুলে ব্যবসা করার অপরাধে ৫ হাজার এবং তিশা বোরকা হাউজের মালিক জয়নুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে দোকান ছেড়ে ছিটকে পড়া সাগরিকা বস্ত্রবিতানের মালিক শওকত আলীর মোবাইল ফোন জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।

এ দিকে বৃহস্পতিবার বিকেলে বাজারের আলম হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারের মালিক আলম হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এনামুল হক জানান, করোনা সংক্রমণের ভয়াবহতা সম্পর্কে আমরা মানুষকে বারবার শতর্ক করছি, তারা যেন অহেতুক বাজার মুখো না হয়। তারপরও মানুষ বাজারে আসছে দোকান খুলে ব্যবসা করছে। তারা যদি আইনকে এভাবে অমান্য করেন তাহলে প্রশাসন আরও কঠোর হতে বাধ্য হবে।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!