যশোরে পরিত্যক্ত অবস্থায় ৪টি স্বার্ণের বার উদ্ধার করেছে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। যার ওজন আধাকেজি। শনিবার চৌগাছা উপজেলার মাসিলা সীমান্তে অভিযান চালিয়ে সোনার বার গুলো উদ্ধার করে তারা। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা।
যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, বিজিবি সদস্যরা গোপন সূত্রে জানতে পারে একটি সোনার চালানসহ পাচারকারী দলের সদস্য চৌগাছা সীমান্তের মাসিলা দিয়ে ভারতে প্রবেশ করবে। এ সময় চৌগাছার মাসিলা বিজিবি সদস্যের একটি টহলদল দ্রুত শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে সীমান্তের গদাধরপুর এলাকায় যায় এবং সেখান থেকে টহলদল সোনা পাচারকারী দলের সদস্যেকে ধাওয়া করে। পরে তার ফেলে যাওয়া ব্যাগের মধ্যে থেকে চারটি সোনারবার উদ্ধার করা হয়। যার ওজন ৫০০ গ্রাম। উদ্ধারকৃত সোনার বর্তমান মূল্য পঞ্চাশ লক্ষ টাকা।
এ ব্যাপারে চৌগাছা থানায় মামলা দায়েরের মাধ্যমে ট্রেজারীতে জমা করার কার্যক্রম চলছে বলে বিজিবি পক্ষ থেকে বলা হয়েছে।
খুলনা গেজেট/ এসজেড