খুলনা, বাংলাদেশ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার)
  সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও দুই দিনের রিমান্ডে
  খুলনাসহ ৫ বিভাগে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস

চৌগাছায় বাজারের অবৈধ স্থাপনা অপসারণ

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছা উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যেগে পৌর সদরে অভিযান পরিচালনা করা হয়েছে। যানজট নিরাসন পথচারিদের অবাধে চলাচলের সুবিধার্থে যত্রতত্র যানবাহন পার্কিং, ফুটপথ দখল ও সড়কের পাশে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবৈধ স্থাপনা অপসারনে এই অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১ জানুয়ারি) পুরাতন কোটচাঁদপুর বাসস্টান্ড হতে অভিযান শুরু হয়ে তা বাজারের বিভিন্ন সড়কে চলতে থাকে। অভিযানে সড়কে যত্রতত্র ভাবে যানবাহন রাখা বন্ধ করা, পৌরসভা কর্তৃত নির্মিত ড্রেন দখল করে ব্যবসা পরিচালনা বন্ধ ও বিভিন্ন দোকানের সামনে ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসরণ করা হয়। দীর্ঘদিন পরে প্রশাসনের পক্ষ হতে এমন অভিযান পরিচালনা হওয়ায় সাধারণ মানুষ প্রশাসনকে সাধুবাদ জানান।

অভিযানে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা, সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) কামাল হোসেন, উপজেলা আনছার ও ভিডিপি কর্মকর্তা শাহাদৎ হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাসিবুর ইসলাম হাসিব, পৌর নির্বাহী কর্মকর্তা গাজী আবুল কাশেম, সহকারী প্রকৌশলী রুহুল আমিন, কর নির্ধারক শাহিনুর রহমানসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!