যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের দূর্গাবরকাটি গ্রামের নিজ ঘর থেকে আহাদ আলী (৪৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। আহাদ আলীকে তার স্ত্রী জেসমিন ও একমাত্র ছেলে সোহান ওরফে হারুন হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। ছেলে সোহানের স্বীকারোক্তিতে পুলিশ এ তথ্য জানিয়েছে।
পরিবারের সদস্যদের দেয়া তথ্যে জানা যায়, বুধবার (১২ মে ) রাতে আহাদ আলী একা ঘরে ঘুমিয়ে ছিল। ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করা ছিল। সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে ছেলে-মেয়েরা তাকে ডাক দেয়। কিন্তু তার কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে রক্তাক্ত লাশ দেখতে পায়। আহাদ আলী মৃত আব্দুস সাত্তারের ছেলে।
লাশের সুরতহাল রিপোর্ট এবং ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশের সন্দেহ হয় এ হত্যাকাণ্ডে পরিবারের লোকজন জড়িত। এ সন্দেহ থেকেই বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যায় পুলিশ আহাদ আলীর স্ত্রী জেসমিন আক্তার, একমাত্র ছেলে সোহান ওরফে হারুন ও মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।
চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া জানান, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ছেলে সোহান স্বীকার করে, সে তার বাবাকে হত্যা করেছে।
স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ অভিযান চালিয়ে বাড়ি থেকে রক্তমাখা ছুরি ও হত্যাকাণ্ডে ব্যাবহৃত বাঁশের লগা উদ্ধার করেছে। পারিবারিক কলেহের জেরেই এ হত্যাকান্ড বলে জানিয়েছে পুলিশ।