চেক ডিজঅনার মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আফরিন জামান লিনাকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) খুলনার যুগ্ম-মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ এসএম মনিরুজ্জামান এ রায় ঘোষণা করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কাম কম্পিউটার অপারেটর অর্থ হিসাব বিভাগের আফরিন জামান লিনা দৌলতপুর থানাধিন মহেশ্বরপাশা সাহেবপাড়া এলাকার মৃত কামরুজ্জামান কুদ্দুসের কন্যা। একই দিনে অর্থদন্ডের অর্ধেক টাকা ব্যাংকে জমা পূর্বক আপীলের শর্তে আসামীকে জামিন দেয়া হয়।
বাদীপক্ষের আইনজীবী আবু হুরায়রা সোহেল এ বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, মামলার ১নং স্বাক্ষী তেরখাদা উপজেলার গাজী মোঃ মাহবুবুর রহমানের কাছ থেকে ২০১৫ সালে লোন হিসেবে ১০ লাখ ৭৭ হাজার টাকা নেন আফরিন জামান লিনা। এসময় তিনি টাকা গ্রহনের অনুকুলে ব্যাংকের চেক প্রদান করেন। ২০১৬ সালের ১৩জানুয়ারি অগ্রনী ব্যাংকে ওই চেক ডিজঅনার হয়। এঘটনায় ক্ষমতাপ্রাপ্ত হয়ে মহেশ্বরপাশা এলাকার মোঃ শহিদুল হকের ছেলে শেখ শামীম আহমেদ অাদালতে মামলা করেন (মহানগর দায়রা ১১১০/১৬)।
খুলনা গেজেট/এএ/এমএম