খুলনার ডুমুরিয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতে ৭০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার বেলা ১১টায় উপজেলার চুকনগর ও মালতিয়া বাজারে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবদুল ওয়াদুদ।
এসময় মেয়াদোত্তীর্ণ ২কেজি রোটেনন রাখার অপরাধে মালতিয়া মোড়ে মোড়ল ট্রেডার্সের মালিক মোঃ মিজানুর রহমান মোড়লকে ১০হাজার টাকা জরিমানা, ১০০ কেজি মেয়াদোত্তীর্ণ মৎস্য খাদ্য রাখার অপরাধে মের্সাস গাজী এন্টার প্রাইজকে ৫হাজার টাকা জরিমানা, চুকনগর বাজারে আছিয়া এন্টার প্রাইজের মালিক মোঃ সাইফুল কাদিরকে ৫ হাজার টাকা জরিমানা ও মেসার্স জয় ট্রেডার্সের মালিক ফকির মোঃ আনিসুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জব্দকৃত মালামাল বিনষ্ঠ করা হয়। আদালত পরিচালনাকালে উপস্থিত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক।