বাংলাদেশ দলের ভরসার নাম সাকিব আল হাসান। শুক্রবার (১৩ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাট করতে নেমে মাংশ পেশিতে চোট পান তিনি। ম্যাচ শেষ করার আগে তিনি চলে যান হাসপাতালে। পরে টিম সূত্রে জানা গিয়েছে, তার পেশিতে চিড় ধরা পড়েছে।
সাকিবের ইনজুরির চূড়ান্ত রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি। রিপোর্ট পেলে বাকিটা জানা যাবে বলে জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। শনিবার (১৪ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ওর (সাকিব) পেশিতে চিড় ধরা পড়েছে, এখনও রিপোর্ট আসেনি। আশা করি ভারতের বিপক্ষে পরের ম্যাচ খেলতে পারবে।’
চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতে উইকেট হারায় টাইগারা। দলের হাল ধরতে ক্রিজে আছেন অধিনায়ক সাকিব। তবে রাচিন রবীন্দ্রের বলে সিঙ্গেল নিতে গিয়ে বাঁ পাশের উরুতে চোট পান তিনি। তাৎক্ষণিক মাঠে খানিকটা সেবা প্রদান করেন ফিজিও। পরে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে সোজা গিয়েছিলেন হাসপাতালে।
খুলনা গেজেট/এমএম