চিংড়ি শিল্পের শ্রমিকরা শ্রম ও মজুরী বৈষম্যে শিকার হচ্ছে। তাদের অধিকার প্রতিষ্ঠায় সরকার নানা উদ্যোগ গ্রহণ করলেও মাঠ পর্যায়ে বাস্তবায়ন খুবই কম। চিংড়ি শিল্পে সরকারের দেয়া নীতিমালা বাস্তবায়ন করা জরুরী।
রবিবার (১২ মার্চ) সকালে খুলনা প্রেসক্লাবে সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিয়োজিত শ্রমিকদের আর্থ-সামাজিক পরিস্থিতি উন্নয়নে পরামর্শ সভায় বক্তারা এসব কথা বলেন। কর্মজীবী নারী এ সভার আয়োজক।
শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ (স্কপ) খুলনার যুগ্ম আহবায়ক মোঃ খালিদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় শ্রম দপ্তরের সহকারি পরিচালক অসীম কুমার বিশ্বাস, আলোচক ছিলেন সাবেক অধ্যাপক আনোয়ারুল কাদির, সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা সম্পাদক এড. কুদরত ই খুদা, স্কপ খুলনার যুগ্ম আহবায়ক রনজিৎ কুমার ঘোষ, সেভ এর নির্বাহী পরিচালক উজ্জল কুমার রায়, কর্মজীবী নারী জেলা কমিটির সভাপতি এড. অলোকা নন্দ দাস, সাংবাদিক এইচ এম আলাউদ্দীন।
ধারনাপত্র উপাস্থাপন করেন কর্মজীবী নারী সমন্বয়ক (প্রোগ্রাম) রাজীব আহমেদ, শুভেচ্ছা বক্তৃতা করেন ক্রিশ্চিয়ান এইডের ম্যানেজার নুজহাত যাবিন, মূল প্রবন্ধ উপাস্থাপন করেন কর্মজীবী নারী সংগঠনের অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাংবাদিক গৌরাঙ্গ নন্দী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চান মিয়া, সিপিবি নেতা এইচ এম শাহাদাৎ, জর্নাদন দত্ত নান্টু, এড. মোমিনুল ইসলাম, শিউলী, নাজমা আক্তার, হিরা মনি, নজরুল ইসলাম প্রমুখ। – খবর বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/কেডি