যশোরের মণিরামপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচা ইব্রাহিম হোসেনকে (৪২) ঘুম থেকে ডেকে তুলে কুপিয়ে জখম করেছে ভাইপোসহ পাঁচজন। মঙ্গলবার (২৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মশ্মিমনগর গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহত ইব্রাহিমকে উদ্ধার ও তিনজনকে আটক করেছে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শহীদ তিতুমীর। আটক তিনজন হলো, মশ্মিমনগর গ্রামের বাবর আলীর দুই ছেলে নূর মোহাম্মদ ও নূরুজ্জামান ও নূর মোহাম্মদের ছেলে আবুল কাশেম। আহত ইব্রাহিম একই গ্রামের এলেম মোড়লের ছেলে। সম্পর্কে তিনি নূর মোহম্মদ ও নূরুজ্জামানের চাচা।
যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত ইব্রাহিম বলেন, বিদেশে পাঠানোর কথা বলে ২০ বছর আগে আমার দুই বিঘা জমি লিখে নেন ভাইপো নূর মোহাম্মদ ও নূরুজ্জামান। কিন্তু তারা আমাকে বিদেশে নিতে পারেনি। পরে জমি ফেরত পেতে একাধিকবার শালিস বসিয়েছি। কিন্তু জমি ফেরত পাইনি। এ নিয়ে ভাইপোদের সাথে আমার গোলযোগ হয়। সোমবার রাতে কে বা কারা নূরুজ্জামানদের পানের বরজের দড়ি কেটে দেয়। এ কাজে তারা আমাকে সন্দেহ করে সকালে ঘুম থেকে তুলে এনে ওরা পাঁচজনে মিলে আমাকে কুপিয়েছে।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর শহীদ তিতুমীর বলেন, মারপিটের ঘটনায় তিনজনকে হেফাজতে রেখেছি। আহত ইব্রাহিমকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।
খুলনা গেজেট/এমএইচবি